Adian Rahaman
@Adian_Rahaman
I am a student..
Книги Всі
Вірші Всі
অনুভব
অনুভবে যে অনুভূতি, তা কি কখনো ভোলা যায়? যে সুর বেজেছে মনের গভীরে, তা কি বন্ধ করা যায়? তার রূঢ়তায় হেসেছি বারবার, তার বাস্তবতা সামনে এসেছে বলেই কি রোজ রাতে কাঁদা যায়? আসলে সত্যি হল সে আমার নয় জেনেও তাকে বারবার, ভালোবাসা যায়। নাহ! বাধ্যবাধকতা কিছু নেই । অনেকেই ভুলে যায়, অনেকেই ছেড়ে চলে যেতে পরামর্শ দেয়। রূঢ় বাস্তব হলো সামনে দাঁড়ানো অসহায় প্রাণ, কষ্ট পায়। কিন্তু অন্যের মুখের ওপর বলতে পারেনা। ভুলার জন্য ভালোবাসিনি, ভুলতে আমি চাই না। অনুভব করেছি ইচ্ছে করেই, কারোর কথাই না। ভুলবো কি ভুলবো না সে আমার ব্যাপার, আমি একটু বেপরোয়া।।
6
6
1299